দক্ষিণ ভারতের সুপারস্টার অভিনেতা বিজয় থালাপতির তামিলনাডুর নীলঙ্করাই এলাকার বাড়িতে বোমা হামলার হুমকির পর পুলিশ বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও বাড়ির দিকে নজর রাখছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়ের’ প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি ফোন করে চেন্নাই পুলিশকে জানিয়েছিলেন, ভবিষ্যতে যদি বিজয় জনসভা করেন, তার বাড়ি বোমা মেরে ধ্বংস করা হবে। ফোনটি কন্যাকুমারী এলাকা থেকে করা হয়।
পুলিশ জানিয়েছে, তল্লাশির পর বাড়িতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। তবে ফোনকারী ব্যক্তির অবস্থান ট্র্যাক করে তাকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি হয়তো কোনো প্র্যাঙ্ক বা ভুয়া কল।
এই হুমকি ঘটেছে সম্প্রতি তামিলনাড়ুর কারুরে সমাবেশে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষাপটে, যেখানে ৪১ জন নিহত হন। সেই সমাবেশে বিজয় প্রায় ৭ ঘণ্টা দেরিতে পৌঁছান। সমাবেশে অনুমোদিত ১০ হাজার জনের জায়গায় প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত ছিলেন। নিরাপত্তা নির্দেশিকা ও জরুরি চিকিৎসা ব্যবস্থা যথাযথভাবে রাখা হয়নি।
বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তার রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দাবি করেছে, এর আগে বড় ধরনের সমাবেশ আয়োজন করার সময় কোনো দুর্ঘটনা ঘটেনি।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?