অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যজুড়ে রোববার বেশ কয়েকটি দাবানল শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাসিন্দাদের জোর করে সরিয়ে নেয়া হচ্ছে।
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুগেট বলেছেন, রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অঞ্চলের দুটি স্থানে দাবানল সবচেয়ে ‘চ্যালেঞ্জিং’ এবং সম্ভবত বেশ কিছু সময় ধরে জ্বলবে। দাবানল দমাতে শত শত দমকলকর্মীরা লড়াই করছে।
তিনি বলেন, দাবানলে এখন পর্যন্ত একটি বাড়ি ধ্বংস হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে আমাদের ধারণা সম্ভবত আরও দুটি বাড়ি ধ্বংস হয়েছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গতকাল শনিবার প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে ৮০টি স্থানে দাবানলের সূত্রপাত ঘটে। এর মধ্যে দুটি দাবানল এখনো দমকমকর্মীদের নিয়ন্ত্রণে আসেনি।
জরুরি ব্যবস্থাপনা কমিশনার রিক নুগেট বলেন, “আমাদের কাছে এখনও দুটি দাবানল রয়েছে, যা নিয়ন্ত্রণে নেই।চ্যাপল ভ্যাল এলাকায় দাবানলে এখন পর্যন্ত ৭০০ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। এছাড়া কাদনুক এলাকায় ১,২৫০ হেক্টর জমি পুড়ে গেছে।
রোববার বিকেলে রাজ্যটির বেশ কিছু অঞ্চলে শিলা বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। তার আগে প্রবল বাতাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?