লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রকেট হামলায় ইহুদিবাদী ইসরাইলের দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।
গতকাল (মঙ্গলবার) ইসরাইলের নাহারিয়া শহরের একটি ভবনে সরাসরি হিজবুল্লাহর রকেট আঘাত হানে এবং তাতে দুই ব্যক্তি নিহত হয়। রকেট হামলায় আরো দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে। যে দুজন নিহত হয়েছে তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করত এবং রিজার্ভ সেনা ছিল।
যে ভবনে হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায় এবং শেষ খবর পর্যন্ত জ্বলছিল। দখলদার সেনারা হিজবুল্লাহর রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে, ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ একসাথে দশটি রকেট ছোঁড়ে।
এদিকে, হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা তেল আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তার জন্য ইসরাইলি বাহিনী সাইরেন বাজায় এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমানের ওঠানামা বন্ধ রাখা হয়।

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?