যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইসরাইলের অংশীদারিত্বের প্রশংসা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এটাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।
ইসরাইলের দক্ষিণে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন নেতানিয়াহু। তিনি জানান, ‘প্রায় প্রতিদিন’ মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেন তিনি।
‘আমি মনে করি তার দৃঢ় সংকল্প, দৃঢ় চিত্ত এবং স্পষ্টতা, যখন তিনি বলেন যে ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না।’
‘তিনি তাদের আলোচনার মাধ্যমে এটি (ইউরেনিয়ামসমৃদ্ধকরণ বন্ধ করা) করার সুযোগ দিয়েছিলেন। তারা তার সাথে ছলনা করল, আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে এটা করতে পারেন না।’
সঙ্ঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেতানিয়াহু বলেন, ‘এটি প্রেসিডেন্টের (ট্রাম্প) সিদ্ধান্ত নেয়ার বিষয়, কিন্তু তারা ইতোমধ্যেই অনেক সাহায্য করছে।’
সামরিক অভিযানের মাধ্যমে ইসরাইল ইরানের দিক থেকে পারমাণবিক হুমকি ‘অপসারণ’ করবে বলেও তিনি উল্লেখ করেন।
‘এই অভিযানের শেষে ইসরাইলের জন্য কোনো পারমাণবিক হুমকি থাকবে না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকিও থাকবে না।’
নেতানিয়াহু বলেন যে ইসরাইল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে ‘খুব জোরালোভাবে’ ক্ষতিগ্রস্ত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘কেউই নিরাপদ নয়।’
সূত্র : বিবিসি

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?