সম্প্রতি বিরসেবা শহরে ইসরাইলি যেসব লক্ষ্যবস্তুতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে আজ বৃহস্পতিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি সেসবের মানচিত্র প্রকাশ করেছে।
ওই শহরে গোয়েন্দা ও সামরিক স্থাপনাগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। সোরোকা হাসপাতাল ওইসব হামলার লক্ষ্য ছিল না অথচ বিশ্বের পশ্চিমা প্রধান প্রচার মাধ্যম গুলো ওই সংবাদ প্রচার করেছে ইরানের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে।
ওই হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি বরং ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতের ফলে সৃষ্ট শকওয়েভ বা শব্দ তরঙ্গের ধাক্কায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত মানচিত্র
বার্তা সংস্থা ইরনাও জানিয়েছে বিরসেবায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার নিখুঁত টার্গেট হয়েছিল সি 41 নামের একটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটি।
এই ঘাঁটি গাভ-ইয়াম নামক প্রযুক্তি পার্কের মধ্যেই ছিল যা ইসরাইলি গোয়েন্দা ক্যাম্পাসের অংশ, আর পাশেই ছিল ওই হাসপাতাল।
সূত্র: পার্সটুডে

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?