সরাইলের দক্ষিণাঞ্চলের শহর বেয়ের শেভা এবং তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
বেয়ের শেভা এলাকার সোরোকা হাসপাতালে বিস্ফোরণের আঘাত লেগেছে। তবে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাত লাগেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে খবরে বলা হয়, হাসপাতালের পাশের একটি স্পর্শকাতর স্থাপনা ছিল হামলার মূল লক্ষ্য। ই
সরাইলি জরুরি চিকিৎসা পরিষেবার একজন মুখপাত্র দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালে কোনো বিপজ্জনক পদার্থের লিক বা রাসায়নিক ঝুঁকি নেই। এ নিয়ে ছড়ানো গুজব ভিত্তিহীন। তেল আবিবে ইসরাইলি স্টক এক্সচেঞ্জ ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। এ হামলার জবাবে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইউরিয়েল বুসো বলেছেন, সোরোকা হাসপাতালকে টার্গেট করে সীমা অতিক্রম (রেড লাইন) করেছে ইরান। তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের শাসকগোষ্ঠী যুদ্ধাপরাধ করেছে।

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?