স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়া রেডিও শোতে একথা বলেন তিনি। সেই সঙ্গে রিপাবলিকান ভোটারদের ভোট দেয়ারও আহ্বান জানান ট্রাম্প।
ফিলাডেলফিয়ার টক রেডিও ১২১০ ডব্লিউপিএইচটি-এ রিচ জিওলি শোতে ট্রাম্প বলেন, ‘পেনসিলভানিয়ায় জিতলে আমরা সম্পূর্ণ নির্বাচনটি জিততে পারবো।’
ট্রাম্প আরও বলেন, ‘আমরা এই দেশটিকে আগের চেয়ে আরও মহান করতে যাচ্ছি। তবে আপনাদের ভোটের লাইনে থাকতে হবে। আপনাদের নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে সেই ভোটের। যদি আমরা পেনসিলভানিয়া জিততে পারি, তাহলে আমরা সম্পূর্ণ নির্বাচন জিতে যাবো; আমরা সবকিছু জিতে যাবো।’
তিনি বলেন, এখন বড় প্রশ্ন হলো তিনি ফিলাডেলফিয়াতে আরও সমর্থন জোগাড় করতে পারেন কিনা। কেননা, এই অঙ্গরাজ্যটি ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। এর মধ্যে বেশিরভাগ অঙ্গরাজ্যেই এগিয়ে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী ট্রাম্প পেয়েছেন ১০৫টি ইলেক্টোরাল ভোট, আর কমলা পেয়েছেন মাত্র ২৭টি।
এছাড়া, বুথফেরত বিভিন্ন জরিপের ফলেও এগিয়ে আছেন ট্রাম্প। এনবিসির জরিপে দেখা যায়, ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া, ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবেই দেখা হচ্ছে।