ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক সামরিক আগ্রাসনে ইরানের দুইজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু নিশ্চিত করেছে তেহরান। শনিবার (১৪ জুন) দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানান, ইসরায়েলের হামলায় জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল মেহেদী রব্বানী ও জেনারেল গোলামরেজা মেহরাবি ‘শহীদ’ হয়েছেন।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, শুক্রবার রাতভর ইসরায়েল তেহরান ও এর আশপাশের এলাকা ছাড়াও অন্যান্য শহরে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এসব হামলায় আবাসিক ভবনকেও লক্ষ্যবস্তু করা হয়। ইসরায়েলি বাহিনী বিশেষভাবে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা পরিচালনা করে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি।
যদিও তাদের মৃত্যু বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরানি কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন আক্রমণ ইরানকে সরাসরি প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে, যার পরিণতিতে পুরো অঞ্চল আরও সহিংস সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
তেহরান জানিয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। তারা এর যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি আরও বাড়ছে।

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?