সরকারি হাসপাতালে জনবল সংকট যেনে নিত্যদিনের ঘটনা। তার ওপর উৎসব বা ছুটির দিনে সেবা মেলা যে সোনার হরিণের দেখা মেলা। এবার ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। ছুটির কারণে ডাক্তার না থাকায় ইউটিউব দেখে রোগীর ইসিজি করেছেন এক ওয়ার্ডবয়।
রোববার (০৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাদ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেনে বলা হয়েছে, দীপাবলির ছুটির কারণে হাসপাতালে ডাক্তার বা চিকিৎসাকর্মীরা কেউ ছিলেন না। ফলে ভিডিও দেখে ইসিজি করেন ওয়ার্ডবয়। তবে তার এ কাজে উপস্থিত ব্যক্তিরা বিরোধিতা করেন। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যোধপুরের পাওতা হাসপাতালে এক রোগী হাসপাতালে আসেন। এ সময় এ ঘটনা ঘটে। হাসপাতালে ওয়ার্ডবয়ের এমন কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) করতে দেখা গেছে। তবে উপস্থিতরা তার এ কাজের বিরোধিতা করেন।
ভিডিওতে ওয়ার্ডবয় অকপটে স্বীকার করেন যে তিনি ইসিজি পরীক্ষা করতে পারেন না। দীপাবলির কারণে হাসপাতালে টেকনিশিয়ান বা চিকিৎসাকর্মীরা নেই। তাই তিনি এ পরীক্ষা করছেন।
রোগীর সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, আপনি পরীক্ষা না জানলে করছেন কেনো। এটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনি তো রোগীকে মেরে ফেলবেন। ইসিজির কাজ কিভাবে আপনি ইন্টারনেট দেখে করবেন?
প্রতিবেদনে বলা হয়েছে, স্বজনদের আপত্তির পরও ওয়ার্ডবয় এ পরীক্ষা চালিয়ে যান। তিনি বলেন, তিনি প্রথমবারের মতো এ পরীক্ষা করছেন। তবে তাতে কোনো সমস্যা নেই। আমি টেকনিশিয়ান না হলেও আসলে দীপাবলির কারণে হাসপাতালের কেউ কর্মীরা নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় যোধপুর মেডিকেল কলেজের প্রধান বিএস যোধা ঘটনার তদন্ত শুরু করেছেন। এছাড়া তিনি অভিযুক্ত ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
তিন বলেন, গত ১ নভেম্বর ভিডিওটি প্রকাশিত হয়েছে। বর্তমানে এটির তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ পরীক্ষা প্রাণঘাতী নয়। ভুল ইসিজি রোগীর কোনো বিপদ ডেকে আনে না। শুধু ভুল ফলাফল দেয়।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?