মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী- হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি, সম্প্রতি এমনটাই চাউর হয়েছিল। কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি।
রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এদিন নতুন করে ইসরাইলে বড়সড় মিসাইল হামলা চালানোর কথা জানান তিনি। এসব হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন।
সারি জানান, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এদিন হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন-টু ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরাইলে। দুটি মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
এর মাঝে প্যালেস্টাইন-টু মিসাইলটি এশদোত মাইকা অঞ্চলে ইসরাইলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন সারি।, ওই ঘাঁটিতে ইসরাইল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয়।
অপর মিসাইলটি ইসরাইলের আন্তর্জাতিক এয়ারপোর্ট বেন গুরিয়নে আঘাত হানে বলে জানান সারি। এতে করে এক ঘণ্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আশকেলনে গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ, নেতানইয়াসহ ইসরাইলের বিশাল অংশ জুড়ে একটানা সতর্কতা সাইরেন বাজতে থাকে। সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছুটোছুটি করতে দেখা যায়। ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
ইসরাইলি বাহিনী মিসাইল হামলার কথা স্বীকার করেছে। তবে দুটি মিসাইলই ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা।
এক বিবৃতিতে বলা হয়, একটি মিসাইল ইসরাইলের আকাশসীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড দিয়ে ভূপাতিত করা হয়।
অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংসাবশেষ খুঁজে পেতে অভিযান চালাচ্ছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।
এদিকে এরই মাঝে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। এমকিউ-নাইন নামের ওই ড্রোনটি ইয়েমেনের হাজ্জা অঞ্চলে হামলার চেষ্টা চালাচ্ছিল।
এ নিয়ে দুই সপ্তাহের মাঝে চারটি মার্কিন ড্রোন ভূপাতিত করা হলো। গাজাবাসীর সমর্থনে এ যাবত মোট ১৯টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি।
এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সি-তে বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরো বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?