ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি যে কোনো আগ্রাসীকে শাস্তি দেয়ার অঙ্গীকারের কথা ঘোষণা করে বলেছেন, তার দেশের প্রতিরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নতুন ফার্সি বছর ১৪০৪ সালে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কর্মসূচি।
ইরানি সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর গতকাল বুধবার এ মন্তব্য করেন। তিনি শত্রুর হুমকিগুলোর জবাব দেয়ার ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সক্ষমতার কথা উল্লেখ করে বলেছেন, ইসলামী ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হলে আগ্রাসীদেরকে শাস্তি দেয়া হবে।
তিনি শক্তিশালী সামরিক সাজ-সরঞ্জাম থাকার গুরুত্ব তুলে ধরে বলেছেন: ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে শত্রুদের ব্যাপক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতার সার্বিক দিক-নির্দেশনায় ও কর্মীদের প্রচেষ্টায় দেশের প্রতিরক্ষার সমগ্র সামগ্রী অর্জন করেছে।
ইরাভানি: ইরানের বিরুদ্ধে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি তার দেশের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তাদের উস্কানিমূলক ও বেপরোয়া মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো আগ্রাসী পদক্ষেপ শোচনীয় পরিণতি বয়ে আনবে যার দায়দায়িত্ব পুরোপুরি মার্কিন সরকারের ওপরই বর্তাবে। ইরাভানি আরও বলেছেন, উস্কানিপূর্ণ ভাষা আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘ ইশতিহারের লঙ্ঘন; জাতিসংঘের সনদ বা ইশতিহারে স্বাধীন সরকারগুলোর বিরুদ্ধে হুমকি বা বলপ্রয়োগকে নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
দখলদার ইসরাইলের নাগপাশ থেকে ফিলিস্তিন মুক্ত হবে বলে জাতিসংঘে নিযুক্ত ইরানি প্রতিনিধির আশাবাদ
এদিকে জাতিসংঘে অবস্থিত ইরানি কূটনৈতিক মিশন নতুন ফার্সি সৌর বছর ১৪০৪ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে এ আশা প্রকাশ করেছে যে নতুন বছরে ন্যায্য শান্তির ভিত্তিতে যুদ্ধগুলোর অবসান ঘটবে এবং ফিলিস্তিন ইসরাইলের নাগপাশ থেকে মুক্ত হবে। বিবৃতিতে বলদর্পিতার পরিবর্তে শুভ-বুদ্ধি ও প্রজ্ঞা ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সূত্রঃ পার্সটুডে

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?