মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে মডেল মসজিদ থেকে পৌর শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে গিয়ে এক বিশাল প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
এই বিশাল বিক্ষোভ মিছিলে বিভিন্ন ইসলামী সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মঠবাড়িয়া ইমাম সমিতির সভাপতি উপাধ্যক্ষ হযরত মাওলানা শাহজালাল।
এ ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলার আমীর অধ্যাপক আবদুল জলিল শরীফ,পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন কবির, মডেল মসজিদ এর ঈমাম ও খতিব মুফতি শাহীন আলম,উপাধ্যক্ষ ও ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান,মঠবাড়িয়া গন অধিকার পরিষদের সাধারণত সম্পাদক মিজানুর রহমান,বিশিষ্ট আলেম নেছার উদ্দিন সাইফি, বনিক সমিতির দপ্তর সম্পাদক রিয়াজুল হক,মুজাহিদ কমিটির সাধারণত সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন,জামায়াত নেতা আবুল কালাম ও ব্যবসায়ী সাইদুর রহমান দুলাল প্রমুখ। বক্তারা আমেরিকা ও জাতিসংঘের কঠোর সমালোচনা করে ইসরায়লী আগ্রাসানের বিরুদ্ধে মুসলিমদের ঐক্যবদ্ধ থেকে মুসলিম জাতিসংঘ গঠনের জন্য মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান এবং ইসরায়লী পন্য বর্জন ও গাজায় শিশুদের মানবিক সহায়তার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এর আগে পৌর সভার সন্মূখে ইসরাইলী প্রধান মন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয়।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?