কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকা বা ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তাহলে মাত্র তিন দিনের মধ্যেই পারস্য উপসাগরীয় দেশগুলো ভয়াবহ পানির সংকটে পড়বে। তার এই সতর্কবার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি মার্কিন রাজনৈতিক ভাষ্যকার ও উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারে ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পরমাণু স্থাপনায় সম্ভাব্য হামলা হলে এর ফলে কাতার ও ইরানের মধ্যে পানির সরবরাহ কীভাবে প্রভাবিত হবে—এমন প্রশ্নের উত্তরে কাতারের প্রধানমন্ত্রী জানান, যদি এমন কোনো হামলা চালানো হয়, তাহলে ভয়াবহ মাত্রায় পানি দূষিত হয়ে যাবে, যা পারস্য উপসাগরীয় অঞ্চলজুড়ে ‘পরিবেশগত বিপর্যয়’ ডেকে আনবে।
তিনি আরও বলেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা পারস্য উপসাগরের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে যাবে। এর ফলে মাত্র তিন দিনের মধ্যে কাতারে ভয়াবহ পানি সংকট দেখা দেবে। একই পরিস্থিতির সম্মুখীন হবে কুয়েত, সংযুক্ত আরব আমিরাতসহ পারস্য উপসাগর তীরবর্তী অন্যান্য দেশও। অর্থাৎ এই অঞ্চলে বসবাসকারী কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়বে।
সাক্ষাৎকারের একপর্যায়ে কাতারের প্রধানমন্ত্রী স্বীকার করেন, তার দেশ দীর্ঘ ১৪ বছর ধরে সিরিয়ায় ইরানের বিরুদ্ধে লড়াই করেছে। তবে একইসঙ্গে তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক রাখতে এবং পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে কাতার সবসময়ই চেষ্টা করে আসছে।
এছাড়া তিনি বলেন, কিছু মার্কিন কংগ্রেসম্যান কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বান তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন এবং মার্কিন নীতিনির্ধারকদের সামনে কাতার ও ইরানের ভৌগোলিক মানচিত্র এঁকে দেখান, যাতে স্পষ্ট বোঝা যায় যে, এই দুটি দেশ ভৌগোলিকভাবে কতটা কাছাকাছি অবস্থিত। ফলে বাস্তবতা বিবেচনায় কাতারের পক্ষে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব নয়।
তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি স্পষ্ট, ইরানকে ঘিরে আমেরিকা ও ইসরাইলের সম্ভাব্য সামরিক পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে পুরো বিশ্ব রাজনীতিতে।

জয় ও নিঝুম মজুমদারের এই আহ্বানকে দেশবিরোধী বলে মনে করেন ?