জো বাইডেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার এখতিয়ার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাইডেনের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিলের ঘোষণা দিয়ে এই কথা বলেন ট্রাম্প।
সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতা ছাড়ার পরও কিছুদিন দেশের নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন পড়ার সুযোগ পান। তবে শুক্রবার সদ্য ক্ষমতা ছাড়া বাইডেনের ক্ষমতা ফিরিয়ে নিয়েছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘বাইডেন সুবক্তা। তবে তার বয়সটা বড্ড বেশি। বেশিরভাগ জিনিসই মনে রাখতে পারেন না।’
উল্লেখ্য, ২০২১ সালে একই পরিস্থিতিতে ট্রাম্পের প্রতিবেদন পড়ার এখতিয়ার বন্ধে তৎপর ছিলেন বাইডেন। সে বছর ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে একই পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন তিনি।
বাইডেনের নিরাপত্তা প্রত্যাহার করে ‘প্রতিশোধ’নিলেন ট্রাম্প