ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তীব্র নিন্দা জানিয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভারত সরকার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ প্রতিক্রিয়া জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে দখলদার বাহিনী ও নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক ছিলেন। তার ঐতিহাসিক বাসভবনের ওপর ৫ ফেব্রুয়ারির এই হামলা ও ধ্বংসযজ্ঞ অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।”
ভারত সরকারের বিবৃতিতে আরও বলা হয়,
“বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম তার জাতীয় পরিচয় ও গর্বের প্রতীক বহন করে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে শ্রদ্ধা করে, তারা সকলেই জানেন ধানমন্ডি ৩২-এর বঙ্গবন্ধুর বাড়ির গুরুত্ব কতটা গভীর।”
এদিকে, ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ সরকার কড়া বার্তা দেওয়ার পরও দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
বিশ্লেষকরা মনে করছেন, ভারতের প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং এ নিয়ে আন্তর্জাতিক মহলেও নিন্দার প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।