যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির নতুন তথ্য পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির গোয়েন্দা কর্মকর্তারা।
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর এ তথ্য জানায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দ্য মেইল অন সানডের প্রতিবেদনে বলা হয়, একাধারে টিউলিপ সিদ্দিকের ব্যাংক অ্যাকাউন্টসহ ও ইমেইলের তথ্য যাচাই চলছে।
এমনকি জিজ্ঞাসাবাদের জন্য টিউলিপকে ডাকা হতে পারে বলেও জানিয়েছেন ব্রিটিশ কর্মকর্তারা।
টিউলিপের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তা প্রমাণিত হলে টিউলিপের ১০ বছর বা তার বেশি সময়ের জেল হতে পারে।
এর আগে, ফ্ল্যাটকাণ্ডসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে টাকা আত্মসাতের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকও।
বলা হচ্ছে, টিউলিপ এতে মধ্যস্থতার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন।