যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর এবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে দাবানল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভূমিধস ও বিষাক্ত ছাইপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়া কর্মকর্তারা।
এই পরিস্থিতিতে আরও লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হতে পারে।
স্থানীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাক্যুওয়েদার জানিয়েছে, শনিবার থেকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে যা কয়েকদিন ধরে চলতে পারে। এই বৃষ্টিপাত গত ৭ জানুয়ারি শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হলেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করেছে।
আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, বৃষ্টির পানিতে দাবানলে পুড়ে যাওয়া কীটনাশক, অ্যাসবেস্টস, প্লাস্টিক ও সিসার মতো বিষাক্ত পদার্থ প্রবাহিত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
আবহাওয়া বিশেষজ্ঞ ক্যারল স্মিথ জানিয়েছেন, দাবানল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঝড়ের কারণে ধ্বংসাবশেষ প্রবাহেরও আশঙ্কা রয়েছে।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের প্রধান দাবানলগুলো ৮০ শতাংশের বেশি নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল শুরু হওয়ার পর থেকেই লোকজনকে সরিয়ে নেওয়া হলেও বিভিন্ন কারণে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে লস অ্যাঞ্জেলেস সফর করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন। ট্রাম্প ক্যালিফোর্নিয়াকে সহায়তা দেওয়ার আশ্বাস দিলেও দুর্যোগ সহায়তা নির্দিষ্ট শর্তসাপেক্ষ বলে ইঙ্গিত দিয়েছেন।