ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলছে। তাতে অংশ নিতে যাওয়ার পথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি তিনটি বাড়িতে চুরি করে এরপর সেসব জিনিস বিক্রি করে মহাকুম্ভ মেলায় গিয়েছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, অভিযুক্ত অরবিন্দ ওরফে ভোলা গত ১৭ জানুয়ারি দিল্লির ডাবরি এলাকার রাজপুরির বাড়ি থেকে দামি জিনিসপত্র ও গয়না চুরি করেন। তিনি চলমান মহাকুম্ভে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে পাপমোচনের জন্য ডুব দেওয়ার আগেই গ্রেপ্তার হতে হলো।
অরবিন্দ দিল্লি পুলিশকে বলেন, তিনি ও তাঁর বন্ধু-ভাইবোনেরা গত ১৩ জানুয়ারি শুরু ও ২৬ ফেব্রুয়ারি শেষ হতে যাওয়া ৪৫ দিনের মহাকুম্ভে যোগ দিতে চেয়েছিলেন। তার সাত ভাইবোন রয়েছে। তাদের বাবা একজন শ্রমিক হিসেবে কাজ করেন এবং মা একজন গৃহ পরিচারিকা। তাদের পক্ষে এই ধরনের ভ্রমণ কঠিন।
গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে মেলা শুরু হয়। দ্বিতীয় দিন প্রথম ‘শাহী স্নান’ দিয়ে শুরু হয় কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন।