ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন ধ্বংসস্তুপের নিচ থেকে এ পর্যন্ত ২০০ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স এজেন্সি গতকাল (বুধবার) এই তথ্য জানিয়েছে।
এজেন্সির প্রধান মাহমুদ বাসাল জানান, ধ্বংসস্তূপের নিচে চাপ পা পড়ে থাকা প্রায় দশ হাজার ফিলিস্তিনির মৃতদেহ এখনো উদ্ধার করতে বাকি রয়েছে।
তিনি জানান, কমপক্ষে ২৯০০টি মৃতদেহ সম্পূর্ণভাবে পচে-গলে গেছে যাদের পরিচয় শনাক্ত করার উপায় নেই। বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষকে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় তারা মৃত্যুবরণ করেছেন। উদ্ধারকারী দলগুলো জটিল পরিস্থিতির মধ্যে সময়মতো তাদের কাছে পৌঁছাতে পারেনি।
তিনি জানান, “উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া আহত নাগরিকদের কাছ থেকে প্রতিদিন দুর্দশার ফোন পেত।
তিনি আরো বলেন, ইসরাইলি বর্বর বাহিনী অ্যাম্বুলেন্স এবং তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করার কারণে উদ্ধারকারী দলগুলো বিপদের ফোনে সাড়া দিতে পারেনি।
সূত্রঃ পার্সটুডে