বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইরানের প্রতিরক্ষা বাহিনী কয়েক মাইল দূর থেকে শত্রুর গোপন পাখি সনাক্ত করার ক্ষমতা রাখে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮

ইরানের প্রতিরক্ষা বাহিনী কয়েক মাইল দূর থেকে শত্রুর গোপন পাখি সনাক্ত করার ক্ষমতা রাখে

ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার বলেছেন, আমরা আমাদের সমস্ত প্রয়োজনীয়তা ডিজাইন এবং উৎপাদন করেছি। একইসঙ্গে আমরা কয়েক মাইল দূর থেকে যে কোনও শত্রুর গোপন পাখি সনাক্ত ও ট্র্যাক করার ক্ষমতা রাখি।

ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা আমির সাবাহিফার্দ বলেছেন, ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্স বৈশ্বিক দাম্ভিক শক্তিগুলোর হুমকির পরিপ্রেক্ষিতে তার বিমান প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করেছে এবং তারা অন্যান্য হুমকির প্রতি গাফিল নয়।

পার্সটুডে জানাচ্ছে যে আমির সাবাহিফার্দ আরো বলেছেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রণ ব্যবস্থা ড্রোন, ইলেকট্রনিক এবং সাইবার যুদ্ধের সরঞ্জাম, রাডার এবং সেন্সরগুলোর নকশা এবং উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে এবং নিজেদের সব প্রয়োজন মেটাচ্ছে।

ইরানি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার জোর দিয়ে বলেছেন, এই বাহিনী ক্ষেপণাস্ত্র, রাডার এবং তথ্য ব্যবস্থাসহ তার চাহিদা মেটানোর জন্য কোনো দেশের উপর নির্ভরশীল নয় এবং উন্নত হাইব্রিড কনফ্লিক্ট সিস্টেমের নকশা ও উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতায় পৌঁছেছে।

সূত্রঃ পার্সটুডে

এ সম্পর্কিত আরো খবর