শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ জানুয়ারী ২০২৫, ১৬:১৭

মার্কিন সমর্থিত সেনাপ্রধান জোসেফ আউনকে লেবাননের প্রেসিডেন্ট ঘোষণা

মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টের দুই দফা ভোটাভুটির পর তাকে জয়ী ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ১২৮ আসনের পার্লামেন্ট থেকে ৯৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন আউন। দ্বিতীয় দফার ভোটে তার কেবল একটি সাধারণ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল।

২০২২ সালের অক্টোবরে মিশেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভূমধ্যসাগরীয় দেশটিতে কোনো প্রেসিডেন্ট নেই। হিজবুল্লাহর আন্দোলন ও বিরোধীদের মধ্যে উত্তেজনার ফলে আগের এক ডজন ভোট ভেস্তে গেছে।

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওয়াশিংটন ও রিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জোসেফ আউনের। নির্বাচনেও তার পক্ষে সমর্থন আদায়ের জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্র জোরালো প্রচেষ্টা চালিয়েছে। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাধারণত একজন ম্যারোনাইট খ্রিস্টান।

প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হওয়ার পর আউন কার্যকরভাবে তার সামরিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বেসামরিক পোশাক পরে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পার্লামেন্টে যান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবসান ঘটিয়ে একটি চুক্তিও দীর্ঘ প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচনকে ত্বরান্বিত করেছে বলে মনে করা হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর