শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৯ জানুয়ারী ২০২৫, ২১:১৮

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলা, নিহত অন্তত ৪০

মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রাখাইন রাজ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর চালানো এ হামলায় অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বিদ্রোহী গোষ্ঠী ও স্থানীয় দাতব্য সংস্থার বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

খবরে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটের দিকে রাখাইন রাজ্যে তাদের নিয়ন্ত্রণে থাকা রামরি দ্বীপের কিয়াউক নি মাও নামে একটি গ্রামে বিমান হামলার ঘটনা ঘটে। সেনাবাহিনী আগে থেকে আক্রমণের ঘোষণা দেয়নি।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে আগুন লেগে ৫ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী ৪০ বেসামরিক মানুষ নিহত ও ২০ জন আহত হয়েছেন।
হতাহতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা অনেক বেশী রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর