শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইউক্রেনের মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৬ জানুয়ারী ২০২৫, ১১:২১

ইউক্রেনের মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া

রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের একটি মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। গতকাল (রোববার) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এছাড়া, ইউক্রেনের বাহিনী রুশ সেনাদের হামলায় পশ্চিমা নির্মিত বেশ কয়েকটি ট্যাংক এবং সাজোয়া যান হারিয়েছে বলেও দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনীর ১৭টি আক্রমণ প্রতিহত করেছে রুশ সেনারা। এসব হামলায় ইউক্রেনের ৪১০ জন সেনা নিহত এবং জার্মানির তৈরি দুটি লেপার্ড ট্যাংক ধ্বংস হয়েছে। এছাড়া একটি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকেল ও তিনটি আরমার্ড পারসোনাল ক্যারিয়ার ধ্বংস হয়। ব্রিটেনে তৈরি ১০৫ মিলি মিটারের এল-১১৯ মডেলের একটি কামানও রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে ইউরোপীয় সমর্থক দেশগুলো ইউক্রেনকে বহুসংখ্যক সোভিয়েত নির্মিত মিগ-২৯ যুদ্ধবিমান দিয়েছে কিয়েভকে। এরমধ্যে সবচেয়ে বেশি যুদ্ধবিমান দিয়েছে পোল্যান্ড। তবে বেশ কয়েক মাস আগে থেকে ইউরোপের আরো কয়েকটি দেশ ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান দিয়ে সাহায্য করেছে।

সূত্রঃ পার্সটুডে

এ সম্পর্কিত আরো খবর