বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৬

দিন দিন আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে। এই ধারাবাহিকতায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন। রাষ্ট্রীয় আমন্ত্রণে তার এ সফরকে উল্লেখযোগ্য একটি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, কারণ ২০১২ সালের পর এটাই প্রথমবার কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসহাক দার তার সফরে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন। প্রতিবেদনে বলা হয়, ভারতঘনিষ্ঠ সরকারের সময় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের টানাপোড়েন ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের মধ্যকার উষ্ণতা বাড়ছে।

এর আগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশকে ‘হারানো ভাই’ হিসেবে উল্লেখ করে সব পরিস্থিতিতে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর

পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা এক বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইশাক দার। বলেন, আমাদের পররাষ্ট্র দপ্তর বলেছে, আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। সেখান থেকেই ঢাকা সফরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানা পদক্ষেপের ঘোষণা দেয় পাকিস্তান। এরই অংশ হিসেবে সম্প্রতি দেশটির করাচি বন্দর থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তীতে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতে না। সে দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কনটেইনার খালাস করতে। এরপর জাহাজ বদল করে সেসব কনটেইনার বাংলাদেশে আসত।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুই দেশের মাঝে শীতল সম্পর্ক ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। তখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য ‘লাল তালিকাযুক্ত’ করে এনবিআর।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের অনুরোধে গত ২৯ সেপ্টেম্বর লাল তালিকা থেকে মুক্ত হয়েছে দেশটির সব ধরনের পণ্য। তবে শুধু এক্ষেত্রে নয়, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে আরও অনেক তৎপরতা দেখা যাচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর