ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের হিন্দুরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিচ্ছে এবং তাদের ভারতে চলে আসার জন্য উস্কানি দেওয়ার কোনো প্রয়োজন নেই।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশের হিন্দুরা ভারতে আসছে না; বরং নিজেদের দেশের পরিস্থিতি মোকাবিলা করে সেখানে বসবাস করছে।”
তিনি দাবি করেন, “বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরলসভাবে কাজ করছেন।” পাশাপাশি তিনি জানান, “গত পাঁচ মাসে আসামে বাংলাদেশ থেকে আসা প্রায় এক হাজার লোক আটক হয়েছে, তবে তাদের মধ্যে কেউই হিন্দু নয়।
শর্মা দাবি করেন, ‘‘বাংলাদেশের টেক্সটাইল শিল্পে অস্থিরতার পর সেখানকার শ্রমিকরা ভারতের টেক্সটাইল শিল্পে চাকরির জন্য আসছে।’’ তার ভাষ্যমতে, ‘‘বাংলাদেশের টেক্সটাইল শিল্প ভেঙে পড়ার কারণে সস্তা শ্রমিকদের জন্য ভারতীয় শিল্প মালিকরা প্রণোদনা দিচ্ছেন।’’