ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী হোসেইনী খামেনেয়ী বলেছেন, সিরিয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো। শহীদ কাসেম সোলাইমানির শাহাদাতের পঞ্চম বার্ষিকীর প্রাক্কালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সোলাইমানি কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সব সময় সক্রিয় ছিলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করা ছিল হাজ কাসেম সোলাইমানির জন্য একটি মূল-নীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন।
ইমাম খামনেয়ী শহীদ সোলাইমানির আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেন।
আজ বুধবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরআইজিসি’র কুদস্ ব্রিগেডের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির পঞ্চম শাহাদাত-বার্ষিকীর প্রাক্কালে তাঁর পরিবার-পরিজন ও ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসী মার্কিন ড্রোন হামলায় তাঁর সঙ্গে শহীদ হওয়া সহযোগী বা সঙ্গীদের পরিবার-পরিজন ও গত বছরে কেরমান প্রদেশে শহীদ কাসেম সোলাইমানির সমাধি-স্থলের কাছে সন্ত্রাসী হামলায় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে দেয়া এক সাক্ষাতে বক্তব্য রাখতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা ওইসব মন্তব্য করেন।
এই সমাবেশে অন্য অনেক শহীদ পরিবার, প্রতিরোধ অঙ্গনের অনেক ত্যাগী কর্মী বা যোদ্ধা ও ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।… বিস্তারিত আসছে
সূত্রঃ পার্সটুডে