মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ভারতের ৩৮ হাজার বর্গকিমি. এলাকা দখল করেছে চীন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০১ জানুয়ারী ২০২৫, ১৪:৪১

ভারতের ৩৮ হাজার বর্গকিমি. এলাকা দখল করেছে চীন

চীন দুটি নতুন জেলা তৈরি করেছে, যার একটি ভারতের সেই অঞ্চলকে অন্তর্ভুক্ত করে যা আকসাই চীনে চীন অবৈধভাবে দখল করেছে বলে ভারত দাবি করে।

চলতি সপ্তাহে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে যে উত্তর-পশ্চিম চীনের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের জনগণ সরকার হোটান প্রশাসনিক অঞ্চলে হে’আন এবং হেকাং নামে দুটি নতুন জেলা প্রতিষ্ঠা করেছে। হে’আন জেলা ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে, যা ভারত চীনের দখলে রয়েছে বলে অভিযোগ করে।

ভারত এই পদক্ষেপটি লক্ষ্য করেছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি। দিল্লির সূত্র জানিয়েছে, চীনের এই একতরফা পদক্ষেপ দুই দেশের মধ্যে সীমান্ত বিবাদের সমাধানের জন্য চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে না।

১৮ ডিসেম্বর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সীমান্ত বিবাদের বিষয়ে ২৩তম রাউন্ড আলোচনা করেছেন, যা প্রায় পাঁচ বছর বন্ধ ছিল।চীন গত কয়েক বছরে ভারতের দাবি পাল্টাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নতুন বসতি স্থাপন, নতুন সীমান্ত আইন প্রণয়ন, নতুন মানচিত্র প্রকাশ এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলের নামকরণ।

ভারত দাবি করে, চীন আকসাই চিনে ভারতের প্রায় ৩৮,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। পাকিস্তানও ১৯৬৩ সালে সাকসগাম উপত্যকায় ভারতের ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনের হাতে তুলে দেয়।চীন অরুণাচল প্রদেশের ৯০,০০০ বর্গ কিলোমিটার এলাকা তার দাবি করে এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকাও চীনের দাবি অন্তর্ভুক্ত।

এ সম্পর্কিত আরো খবর