দক্ষিণ লেবাননের তাইবে এবং কান্তারা শহরের কয়েকটি ঘরবাড়িতে আগুন লাগিয়েছে ইহুদিবাদী ইসরাইলের দখলদার সেনারা। লেবাননের সাথে যুদ্ধবিরতি চুক্তি করা সত্ত্বেও তা লঙ্ঘন করে ইসরাইলি সেনারা এই অপরাধযজ্ঞ চালালো।
লেবাননের সামরিক বাহিনী গতকাল (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন না করা এবং জনগণের বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতা বন্ধের জন্য ইসরাইল যে যুদ্ধবিরতি চুক্তি সই করেছে তা দখলদার সেনারা বারবার লঙ্ঘন করছে। এর অংশ হিসেবে তারা কান্তারা ও তাইবে শহরে আগ্রাসন চালিয়েছে এবং কয়েকটি ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য লেবাননের সেনা ও জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফিলের একটি যৌথ দল ওই এলাকায় গেছে। এছাড়া, লেবাননের দুটি এলাকা থেকে ইসরাইল সেনা প্রত্যহার শুরু করেছে এবং দখলদার বাহিনীর অবরোধ করা সড়কগুলো লেবাননি সেনারা আবার খুলে দেয়ার চেষ্টা করছে। গত ২৭ নভেম্বর থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। এই চুক্তির মেয়াদ ৬০ দিন এবং আশা করা হচ্ছে এর মধ্যদিয়ে স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সূত্রঃ পার্সটুডে