ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ফিলিস্তিনের গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনাদের হামলার কঠোর নিন্দা করেছেন। হামলার ঘটনাকে তিনি ‘ঘৃণ্য যুদ্ধাপরাধ’ এবং ‘মানবতাবিরোধী অপরাধ’ বলে উল্লেখ করেন।
ইরানের এ মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের জন্য তারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালে বর্বর বিমান হামলা চালায়। এতে হাসপাতালের পাঁচ স্টাফ সহ অন্তত ৫০ জন শহীদ হন।
ইসমাইল বাকায়ি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলে যে গণহত্যা চলছে তার অংশ হিসেবে ইহুদিবাদী সেনারা গাজার গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালিয়েছে।
ইহুদিবাদী সেনারা বৃহস্পতিবার রাতে হাসপাতালটির আশপাশে ভয়াবহ বিমান হামলা চালিয়ে সেখানকারা পাঁচ স্টাফসহ অন্তত ৫৩ জনকে হত্যা করে। এরপর শুক্রবার হাসপাতালটিতে হানা দিয়ে সেখানকার সব ডাক্তার , নার্স, স্টাফ, আহত ও অসুস্থ রোগী এবং সেখানে আশ্রয় গ্রহণকারী ছিন্নমূল মানুষকে জোরপূর্বক হাসপাতাল থেকে বের করে দেয়।
হাসপাতালটি খালি করে সেখানে আগুন ধরিয়ে দেয় দখলদার সেনারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দু’দিন আগেও যে হাসপাতালে শত শত রোগী স্বাস্থ্যসেবা পাচ্ছিলেন সেটি এখন পুরোপুরি ভস্মিভূত ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার উত্তরাঞ্চলের আহত বা অসুস্থ রোগীদের সেবা দেয়ার মতো কোনো হাসপাতাল বা ক্লিনিক এখন আর অবশিষ্ট নেই।
সূত্রঃ পার্সটুডে