দিল্লি নিগম বোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। আজ শনিবার স্থানীয় সময় পৌনে ১২টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় তার শেষকৃত্য। কংগ্রেসের সদর দপ্তর থেকে মনমোহন সিংয়ের মরদেহ সকালে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সহ-রাষ্ট্রপতি জগদীপ ধনখার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। শেষকৃত্য উপলক্ষ্যে দিল্লির রাজপথে ছিল কড়া নিরাপত্তা।
বিজেপি সরকার মনমোহন সিংকে সম্মান জানাতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় সারা ভারতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেস ঘোষণা করেছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদযাপনসহ দলের সব আনুষ্ঠানিক কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হবে।