বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২৩

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

ইরান ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর এ ঘোষণা এসেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-আরাবিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের প্রধান হোসেইন পুরফারজান জানিয়েছেন, যে কোনো দেশে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্ট দেশের অনুমতি প্রয়োজন। বর্তমানে সিরিয়ায় বিমান চলাচল ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তবে ইরান কখন থেকে এই স্থগিতাদেশ কার্যকর করেছে, তা নির্দিষ্ট করা হয়নি।

এই সিদ্ধান্তটি বাশার আল-আসাদ সরকারের পতনের পর আসে। চলতি মাসের শুরুর দিকে, হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে একটি অভিযানে আসাদ সরকারের পতন ঘটে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন। সিরিয়া দখল হওয়ার পর হাজার হাজার ইরানি দেশটি ছেড়ে চলে গেছেন এবং দামেস্কে ইরানি দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছে।

সিরিয়ার নতুন শাসক এবং এইচটিএস নেতা আহমেদ আল-শারা ইরানের সমালোচনা করে আসছিলেন, যেহেতু ইরান দীর্ঘ ১৩ বছর ধরে আসাদ সরকারকে সামরিক সহায়তা এবং উপদেষ্টা সরবরাহ করছিল।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ার নতুন সরকারের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ রাখছে না এবং ইরানিদের সিরিয়া ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।

এছাড়া, ২২ ডিসেম্বর একটি ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, সিরিয়ার আকাশপথে ইরানের সামরিক এবং বেসামরিক বিমান চলাচল বন্ধ করা হয়েছে, যার পর ইরান সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এটি সিরিয়া ও ইরানের সম্পর্কের মধ্যে একটি নতুন মোড় এবং শাসন পরিবর্তনের ফলে বৈদেশিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

এ সম্পর্কিত আরো খবর