বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫০

রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে আরাকান আর্মি (এএ) রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। গত শুক্রবার (২২ ডিসেম্বর) এ দাবি করে তারা। এর মধ্য দিয়ে জান্তা সরকার দ্বিতীয়বারের মতো আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারাল।

এর আগে, চিন ব্রাদারহুড বিদ্রোহী গোষ্ঠী দক্ষিণ চিন রাজ্যের ৮৫ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা জান্তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চল মুক্ত করছে।

রাখাইন রাজ্যের ১৭টি শহরের মধ্যে ১২টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মংডু শহরসহ ২৭০ কিলোমিটার সীমান্তও আরাকান আর্মির দখলে চলে গেছে। রাজ্যটির রাজধানী সিত্তে এখনো জান্তার অধীনে রয়েছে।

অপরদিকে, চিন রাজ্যে বিদ্রোহীদের আক্রমণে জান্তার ৩০০ সেনা বন্দী হয়েছে এবং বিপুল অস্ত্র ও গোলাবারুদ দখলে নেওয়া হয়েছে। বিদ্রোহীরা জান্তার বিরুদ্ধে বৃহৎ পরিসরের আক্রমণ অব্যাহত রেখেছে।

এই ঘটনাগুলো মিয়ানমারের সামরিক জান্তার জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ পার্স টুডে

এ সম্পর্কিত আরো খবর