বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

এবার শারার সঙ্গে দেখা করলো সৌদির প্রতিনিধি দল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩

এবার শারার সঙ্গে দেখা করলো সৌদির প্রতিনিধি দল

সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করলেন সৌদি আরবের প্রতিনিধি দল।

আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ ডিসেম্বর) সৌদি আরবের রাজকীয় দরবারের একজন উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি দামস্কের পিপলস প্যালেসে এ সাক্ষাৎ করেন।

এর আগে একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্কে গিয়ে আল শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কের কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজ এবং দামেস্ক দূতাবাসে তুরস্কের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স বুরহান কোরোগলুও উপস্থিত ছিলেন।

মধ্যপ্রাচ্য বিষয়ক এক শীর্ষ মার্কিন কূটনীতিকও শুক্রবার দামেস্ক সফর করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি হায়াত তাহরির আল শামের (এইচটিএস) কর্মকর্তাদের সাথে একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ রাজনৈতিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টির শাসনের অবসান ঘটিয়ে গত ৮ ডিসেম্বর সরকারবিরোধী গোষ্ঠীগুলো দামেস্কের নিয়ন্ত্রণ নেয়। এরপর বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান।

চলতি সপ্তাহের আল-শারা বলেছিলেন, আমরা উপসাগরীয় দেশগুলোর উন্নয়ন, বিশেষত সৌদি আরবের সাহসী পরিকল্পনা এবং দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। আমরা সিরিয়ার জন্য অনুরূপ অগ্রগতি অর্জনের আকাঙ্ক্ষা করি। সহযোগিতার অনেক সুযোগ রয়েছে, বিশেষত অর্থনৈতিক ও উন্নয়নমূলক ক্ষেত্রে, যেখানে আমরা আমাদের লক্ষ্যগুলো এক করতে পারি।

 

এ সম্পর্কিত আরো খবর