সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

হামাসের হামলায় ইসরাইলের আরো ৫ সেনা নিহত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০

হামাসের হামলায় ইসরাইলের আরো ৫ সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো পাঁচ সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) হামাস যোদ্ধারা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এসব ইহুদিবাদীকে হত্যা করে।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, “একটি জটিল অভিযানের মাধ্যমে আমাদের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের তিন সেনাকে ছুরি মেরে হত্যা করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়।”

এই ঘটনাকে দখলদার সেনাদের বিরুদ্ধে এ ধরনের দ্বিতীয় অভিযান বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, এই অভিযানের পর হামাস যোদ্ধারা একটি ভবনের ভেতরে কয়েকজন ইহুদিবাদী পদাতিক সেনাকে ঘেরাও করে। সেখানে হামাসের হামলায় অন্তত দুই সেনা নিহত হয়। জাবালিয়া শরণার্থী শিবিরের আরেকটি জায়গায়ও ইহুদিবাদী সেনাদের সাথে হামাস যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে।

এদিকে, গতকাল দখলদার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মন্তব্যের বিষয়ে নির্লজ্জ প্রতিক্রিয়া জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পোপের মন্তব্য বিশেষভাবে হতাশাজনক কারণ তারা জিহাদি ‘সন্ত্রাসবাদ’-এর বিরুদ্ধে ইসরাইলের লড়াইয়ের সত্য এবং বাস্তব প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন।” চলমান সংঘাতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বহুমুখী যুদ্ধ বলে উল্লেখ করেছে।

ইসরাইল এই দাবি করলেও বাস্তবতা হচ্ছে- গত ১৫ মাসে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ৪৫ হাজার ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। পোপ ফ্রান্সিস নিজেও ইসরাইলের চলমান আগ্রাসনকে নিষ্ঠুর হামলা বলে উল্লেখ করেছেন।

সূত্রঃ পার্সটুডে

এ সম্পর্কিত আরো খবর