শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা

আমেরিকা এবং ব্রিটেনের সন্ত্রাসী বাহিনী ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর বিমান হামলা চালিয়েছে। একই সাথে ইঙ্গো-মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানাসহ আরো কয়েকটি অঞ্চলে হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দখলদার শক্তির ওপর অভিযান অব্যাহত রেখেছে তখন ইঙ্গো-মার্কিন বাহিনী সর্বশেষ এই হামলা চালালো।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (মঙ্গলবার) ভোরে আমেরিকা এবং ব্রিটেনের যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা চালায়। হামলার পর প্রচণ্ড বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। তবে কোনো সূত্র থেকেই সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানানো হয়নি।

তথ্যমন্ত্রী হাশেম সরাফুদ্দিন এই হামলার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, গাজার অধিবাসীদের প্রতি ইয়েমেনের জনগণের সমর্থনের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার জন্য ইঙ্গো-মার্কিন বাহিনী এসব হামলা চালাচ্ছে। তিনি বলেন, এ ধরনের আগ্রাসন চালিয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর সক্ষমতাকে ধ্বংস করা যাবে না।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি কঠোর ভাষায় ব্রিটিশ ও মার্কিন বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এই হামলাকে আগ্রাসন বলে উল্লেখ করেছেন।

বাকায়ি বলেন, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতি সমর্থনকারী দুটি দেশ হচ্ছে আমেরিকা এবং ব্রিটেন; তারাই ইয়েমেনের ওপর যুগপৎ হামলা চালিয়েছে।

তিনি এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন। ইসমাইল বাকায়ি বলেন, দেশ দুটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তারাই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করে চলেছে।

সূত্রঃ পার্সটুডে

এ সম্পর্কিত আরো খবর