শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৩২

ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের মধ্যাঞ্চলে কয়েকটি কৌশলগত স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ইহুদিবাদী ইসরাইলের কয়জন অবৈধ বসতি স্থাপনকারী আহত হয়েছে।

ইসরাইলের চ্যানেল ফোরটিনের খবর অনুসারে, ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে সাইরেন বাজানো হয় এবং অবৈধ বসতি স্থাপনকারীরা দৌড়ে আশ্রকেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন সামান্য আহত হয়েছে। এ সময় তেল আবিবসহ এক ডজনের বেশি শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। দখলদার সামরিক বাহিনী দাবি করেছে, অধিকৃত ভূখণ্ডে প্রবেশের আগেই তারা ইয়েমেনের ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন যে, তাদের সদস্যরা তেল আবিবে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে। এই অভিযানে তারা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

জেনারেল ইয়াহিয়া সারি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অংশ হিসেবে তারা ইসরাইলি বাহিনীর লক্ষ্যবস্তুর ওপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার বাহিনীর আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন জেনারেল সারি।

সূত্রঃ পার্সটুডে

এ সম্পর্কিত আরো খবর