সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, সিরিয়ার সামরিক শক্তি ধ্বংস করার জন্য ইসরাইলের চলমান এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক ঘটনা।
গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের অবসান এবং দেশটির জনগণকে রক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও মুসলিম দেশগুলোর দায়িত্ব রয়েছে।
হিজবুল্লাহ বলেছে, যখন যুদ্ধবিরতি লংঘন করে ইহুদিবাদী ইসরাইল লেবাননে নিয়মিতভাবে আগ্রাসন চালাচ্ছে এবং গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে, ঠিক তখন সিরিয়ার ভূমিতে ইহুদিবাদীদের আগ্রাসন চলছে।
হিজবুল্লাহ বলেছে, “সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি শত্রুদের অপরাধযজ্ঞ ভ্রাতৃপ্রতীম এই জাতির অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে তুলবে। সিরিয়ার ভূখণ্ডের ওপর আগ্রাসী দখলদারিত্ব লেবাননের বিরুদ্ধে চলমান ইহুদিবাদী সামরিক আগ্রাসন, প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গাজার ওপর আগ্রাসনের সাথে মিলে যায়।
এই আন্তঃসম্পর্কিত হুমকিগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলের জনগণকে বিপদের মধ্যে ফেলেছে। এতে তাদের লড়াইয়ের ঐক্য এবং এই আগ্রাসনকে মোকাবিলার প্রয়োজনীয়তাকে অপরিহার্য হয়ে উঠেছে।
হিজবুল্লাহ বলেছে, তারা এই অঞ্চল জুড়ে ইসরাইলের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে বারবার সতর্ক করেছে এবং ইসরাইলকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে।
সূত্রঃ পার্সটুডে

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?