ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকে।
হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করার একদিন পর সোমবার তেহরানে এক বক্তব্যে একথা জানান জেনারেল মুসাভি।
তিনি ইরানের আর্মি ইউনিভার্সিটি অব কমান্ড এন্ড স্টাফে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আরো বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব সময় সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখে এবং এই প্রস্তুতি সার্বক্ষণিকভাবে থাকে।
ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চমাত্রার প্রস্তুতির ব্যাপারে দেশের জনগণকে আশ্বস্ত করে জেনারেল মুসাভি বলেন, “আমাদের দেশ নিছক সশস্ত্র বাহিনীর ওপর নির্ভরশীল নয়।” তিনি বলেন, ইরান হচ্ছে বিশ্বের একমাত্র দেশে যার সমস্ত জনগণ তাদের জাতীয় আকাঙ্ক্ষা রক্ষা করে এবং সশস্ত্র বাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করে।
ইরানি কর্মকর্তারা সব সময় বলে এসেছেন, দেশটি ক্ষেপণাস্ত্রসহ নিজের সামরিক সক্ষমতা আরো শক্তিশালী করতে মোটেও পিছপা হবে না। এছাড়া, ইরান তার সামরিক সক্ষমতা নিয়ে কারো সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রায়ই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে আসছেন।
সূত্রঃ পার্সটুডে