ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ার রাজনৈতিক নেতৃত্ব ঠিক করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য বিরোধী সব দল-উপদলের মধ্যে সংলাপ হওয়া জরুরি।
গতকাল (রোববার) সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়েতে তাহরির আশ-শাম বা এইচটিএস দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর ইরানের মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, একমাত্র সিরিয়ার জনগণই দেশটির ভবিষ্যৎ এবং রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে, অন্য কেউ নয়। সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখার ওপর তিনি বিশেষ জোর দেন।
ইরানের প্রেসিডেন্ট আশা করেন, যত দ্রুত সম্ভব সিরিয়ার সামরিক দ্বন্দ্ব এবং সহিংসতার অবসান হবে যাতে দেশটির জনগণ শান্ত পরিবেশে সহিংসতা, উদ্বেগ এবং বাইরের শক্তির হস্তক্ষেপ ছাড়াই তাদের গন্তব্য ঠিক করতে পারে। তিনি আরো বলেন, সিরিয়ার সমস্ত নাগরিক এবং বিদেশীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এর পাশাপাশি সমস্ত পবিত্র স্থান এবং কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষা দিতে হবে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সিরিয়ার সব পক্ষের সাথে কূটনৈতিক পরামর্শ অব্যাহত রাখবে এবং সিরিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘকে সহযোগিতা করে যাবে।
গতকাল এইচটিএস সিরিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।
সূত্রঃ পার্সটুডে

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?