ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা ও ত্রাণ প্রবেশের বেশির ভাগ পথ অবরুদ্ধ করে রেখেছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। ফলে লক্ষাধিক শিশু মারাত্মক অপুষ্টির সম্মুখীন হচ্ছে।
জাতিসংঘের ফিলিস্তিনি উদ্বাস্তু বিষয়ক সংস্থা (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, গাজা আশ্রয়কেন্দ্রে এক টুকরো রুটির জন্য চিৎকার করছে শিশুরা।
ইউএনআরডাব্লিউএ-এর কর্মকর্তা লুইস ওয়াটারিজ বলেছেন, ‘অনেক আশ্রয়কেন্দ্রে পরিস্থিতি শোচনীয়। সেখানে বহু বাস্তুচ্যুত ফিলিস্তিনি অবস্থান করছে এবং আহত শিশুরা খাবারের জন্য কাঁদছে।’
ওয়াটারিজ বলেন, ‘৪৫ জনের একটি পরিবারের জন্য চারটি গদি আছে। সেখানে আশ্রয় নেয়া ৬০ বছরের আয়েশা আমাকে বলছেন, রাতে আশ্রয়কেন্দ্রে এবং প্লাস্টিকের চাদরের নিচে ঘুমানোর সময় ইঁদুর চলে আসে। এখানকার পরিস্থিতি শিশুদের জন্য একেবারেই শোচনীয়।’
এদিকে শনিবার সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ৫০ জন নিহত হয়েছে। গাজা শরণার্থীশিবির ও হাসপাতাল এলাকায় ইসরায়েলি হামলায় তাদের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যগাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় ছয় শিশু ও পাঁচ নারীসহ ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের কাছে খিরবেত আল-আদাস এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী গাজা সিটি, রাফাহ, সেই সঙ্গে আল-মুসাদ্দার গ্রাম এবং মাগাজি ও বুরেজের শরণার্থীশিবিরসহ গাজার কেন্দ্রীয় অঞ্চলে বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এছাড়া সেখানে কামাল আদওয়ান হাসপাতাল এবং এর কাছাকাছি বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালের নার্সিংয়ের পরিচালক ডা. ইদ সাব্বাহ বিষয়টি নিশ্চিত করেন।
গাজায় আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাংক এবং ড্রোনগুলো কামাল আদওয়ানের হাসপাতালের চারপাশে, হাসপাতালের ভেতরে হোক বা কাছাকাছি যেকোনো চলন্ত বস্তুতে গুলি করছে।’
হাসপাতালটিকে জেনেশুনেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ কর্তৃপক্ষের। তবে তা নাচক করেছে তেল আবিব।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রাণহানি ৪৪ হাজার ছাড়িয়েছে।