মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

এবার ভারতের জন্য দুশ্চিন্তার কারন নেপাল

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

এবার ভারতের জন্য দুশ্চিন্তার কারন নেপাল

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে সমস্যার মুখে, আর ঠিক সেই সময়ে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চার দিনের চীন সফর শেষে দেশে ফিরে এসে জানিয়েছেন, এই সফরে চীন-নেপাল সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং দুটি দেশের মধ্যে অন্তত ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক চুক্তি রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নেপাল আর্থিক এবং সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ হওয়ার আশা করছে।

ওলি সাংবাদিকদের বলেন, বিআরআই প্রকল্পের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করার জন্য দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। চীনের এই প্রকল্পের মূল উদ্দেশ্য এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে যোগাযোগের নতুন পথ তৈরি করা। ২০১৭ সালে নেপাল এই প্রকল্পে যোগ দেয়, তবে নানা বাধার কারণে প্রকল্পের কাজ থমকে রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ওলি।

বিআরআই প্রকল্প নিয়ে অনেকের মধ্যে সন্দেহ রয়েছে, বিশেষ করে এর মাধ্যমে ছোট দেশগুলোকে ঋণের ফাঁদে আটকে দিয়ে চীন তাদের ওপর আধিপত্য বিস্তার করছে। নেপালের বিরোধী দল ও জোট শরিক নেপাল কংগ্রেসও এই প্রকল্পের বিপক্ষে।

নেপাল, ভারতের আপত্তি উপেক্ষা করে পোখরা বিমানবন্দর নির্মাণে চীন থেকে ২০ কোটি ডলার সহায়তা নিয়েছিল, যা গত বছর খোলা হয়। এই বিমানবন্দর ভারতের সীমান্তের কাছে অবস্থিত, এবং ভারত মনে করে যে, চীন এই বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে, যা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

প্রধানমন্ত্রী ওলি, ভোটের পর ভারতের পরিবর্তে চীন সফর করে এই পরিস্থিতি আরও জটিল করে তুলেছেন, যা ভারতের চিন্তা বাড়িয়েছে।

এ সম্পর্কিত আরো খবর