শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

ভারতে কৃষকদের দিল্লি ঘেরাও চলছে

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০২ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

ভারতে কৃষকদের দিল্লি ঘেরাও চলছে

ভারতের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা ফের আন্দোলন শুরু করেছেন। তাঁরা আবারও ‘দিল্লি চলো’ মিছিল শুরু করেছেন। লক্ষ্য ভারতের পার্লামেন্ট। তবে তাঁরা সেখানে পৌঁছাতে না পারলেও তাঁদের মিছিলের কারণে দিল্লির প্রবেশমুখগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বলা যায়, একপ্রকার স্থবিরই হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ সোমবার ভারতীয় কৃষক পরিষদের (বিকেপি) আয়োজনে দেশটির পার্লামেন্ট অভিমুখে কৃষকদের দিল্লি চলো মিছিল শুরু হয়। এই প্রতিবাদ মিছিলটি ভারতীয় কৃষক পরিষদ (বিকেপি) এবং আরও অন্তত ২০টি জেলার অন্যান্য কৃষক সংগঠনের সহযোগিতায় আয়োজিত হয়েছে। এই মিছিলের উদ্দেশ্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা।

সাম্যুক্ত কৃষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কৃষাণ মজদুর মোর্চার (কেএমএম) ব্যানারে কৃষকেরা ফেব্রুয়ারি মাস থেকে পাঞ্জাব, হরিয়ানার শম্ভু এবং খনৌরি সীমান্তে প্রতিবাদ করছেন। নতুন কৃষি আইনের অধীনে প্রতিশ্রুত ক্ষতিপূরণ ও সুবিধার দাবিতে তাঁরা আন্দোলন করছেন।

কৃষকদের পাঁচটি প্রধান দাবি হলো—পুরোনো জমি অধিগ্রহণ আইনের অধীনে ১০ শতাংশ প্লট এবং ৬৪ দশমিক ৭ শতাংশ বেশি ক্ষতিপূরণ বরাদ্দ, ২০১৪ সালের ১ জানুয়ারির পর অধিগৃহীত ভূমির মালিকদের বাজারমূল্যের চার গুণ বেশি ক্ষতিপূরণ এবং অধিগ্রহণকৃত জমিতে ২০ শতাংশ প্লট বরাদ্দ, ভূমিহীন কৃষকদের সন্তানদের কর্মসংস্থান ও পুনর্বাসনের সুবিধা, উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে প্রস্তাবিত বিষয়গুলোর ওপর সরকারি আদেশ বাস্তবায়ন এবং বসতিপূর্ণ এলাকাগুলোর যথাযথ পুনর্বাসন ও নিষ্পত্তি।

এই বিষয়ে বিকেপি নেতা সুখবীর খলিফা বলেন, ‘আমরা দিল্লি মিছিলের জন্য প্রস্তুত। আমরা নয়ডার মহামায়া ফ্লাইওভারের নিচ থেকে যাত্রা শুরু করব। দুপুরে আমরা সবাই সংসদ ভবন কমপ্লেক্সে পৌঁছাব এবং নতুন আইনের অধীনে আমাদের ক্ষতিপূরণ ও সুবিধার দাবি জানাব।’

এদিকে, কৃষকদের মিছিল শুরুর আগেই মহাসড়কে তাঁদের অবস্থানের কারণে দিল্লির উপকণ্ঠে চিলা বর্ডার এবং দিল্লি-নয়ডা ডাইরেক্ট (ডিএনডি) ফ্লাইওভারে দীর্ঘ যানজট দেখা গেছে। ভিডিওতে দেখা গেছে, চিলা বর্ডারে গাড়িগুলো খুব ধীরে এগোচ্ছে, আর ডিএনডিতে কমপক্ষে ১০টি লেনে গাড়ি একেবারে থেমে আছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে চেকপয়েন্টগুলোতে গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর