বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বড় আকারের বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক হানডা ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি দেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান হান চুন। তিনি জানান, বাংলাদেশে তিনটি কারখানা নির্মাণ করা হবে—দুটি গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডাইং ইউনিট। প্রকল্পগুলো চালু হলে প্রায় ২৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
হান চুন বলেন,
“বিডা, ভেজা এবং বেপজার সঙ্গে আলোচনায় আমরা আস্থা পেয়েছি। তাই বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই, যা বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক করবে।”
বৈঠকে হান চুন মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপিতব্য কারখানার ডিজাইন উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টা সেটিকে “শিল্পকর্মের মতো একটি সুন্দর ছবি” বলে মন্তব্য করেন।
প্রথম ধাপে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি বুধবার সই হবে। দ্বিতীয় ধাপের জন্য জমি বরাদ্দ ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।
বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক শিল্প। হানডার বিনিয়োগকে শিল্প বিশেষজ্ঞরা এ খাতের জন্য ইতিবাচক মাইলফলক হিসেবে দেখছেন। বিশেষ করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই বিনিয়োগ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।