ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের নিয়ন্ত্রণে থাকা পাঁচ কিলোমিটার কোদলা নদীর অংশ বিজিবি অবমুক্ত করেছে, যা দীর্ঘদিন ধরে সীমান্তের নাগরিকদের ব্যবহারে বাধা সৃষ্টি করেছিল।
সোমবার দুপুরে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর পাশে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ। তিনি জানান, “কোদলা নদীর পাঁচ কিলোমিটার অংশ বাংলাদেশের ভেতরে পড়লেও, দীর্ঘদিন ধরে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের এই নদী ব্যবহার করতে বাধা দিয়ে আসছিল।”
লে. কর্নেল আজিজুস শহীদ আরও বলেন, “সাম্প্রতিক সময়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে। বাংলাদেশের দখল পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং এখন থেকে এই নদী বাংলাদেশি নাগরিকরা অবাধে ব্যবহার করতে পারবেন।”
এটি সীমান্ত অঞ্চলের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে বিজিবির কার্যক্রমকে সীমান্তবাসীরা স্বাগত জানিয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটির সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে।
সংবাদ সম্মেলন শেষে বিজিবির সদস্যরা স্থানীয়দের নদীর পারে নিয়ে যান। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে স্থানীয়রা।
স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরাসহ নিত্যদিনের কাজকর্ম করা যাবে। আগে বিএসএফ এই নদীতে নামতে দিত না।