শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

ফিচার

হিন্দুদের ঘরে অস্ত্র রাখার পরামর্শ ভারতের বিজেপি নেতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৮ ডিসেম্বর ২০২৪, ২১:৪১

হিন্দুদের ঘরে অস্ত্র রাখার পরামর্শ ভারতের বিজেপি নেতার

বাংলাদেশে তথাকথিত ‘হিন্দু নির্যাতন’ ইস্যুতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিং হিন্দুদের ঘরে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন।

রবিবার শ্যামনগরের ঝাউতলায় জগদ্দল বিধানসভার বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে অর্জুন সিং বলেন, “নিজেদের রক্ষা করতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন।” এ সময় তিনি বাংলাদেশের উদাহরণ টেনে এই মন্তব্য করেন।

অর্জুন সিং সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গেরুয়া শিবিরের অধীনে আসার অনুরোধ করেন। বাংলাদেশের তথাকথিত হিন্দু নির্যাতন ইস্যুতে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী সংগঠনগুলো প্রায় প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে। বিজেপি এ ইস্যুকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছে যে বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই তারা সমর্থন করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই এ বিষয়ে কেন্দ্রের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজের বিক্ষোভ চলছে। সীমান্ত অবরোধ এবং রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিলের মতো কর্মসূচি পালন করছে তারা। এর মধ্যেই অর্জুন সিং বাংলাদেশের প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর