রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সাজগোজ

শীতে চাই নরম কোমল ঠোঁট ও প্রাণোবন্ত হাসি

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৬

শীতে চাই নরম কোমল ঠোঁট ও প্রাণোবন্ত হাসি

দেখতে দেখতে চলে এল রবিবার,আর দৈনিক সকাল ও চলে এসেছে আপনাদের নিয়মিত রূপচর্চা বিষয়ক সাপ্তাহিক ঘরোয়া টিপস নিয়ে,

আজ বলবো শীতের কমন সমস্যা ঠোঁট ফাটা ও ঠোঁটের চামড়া ওঠা নিয়ে কিছু ঘরোয়া টিপস।

শীত এলেই ঠোঁটের চামড়া ওঠে এবং ঠোঁট ফেটে রক্ত পর্যন্ত বের হয়, আসুন জেনেনি কিছু সহজ সমাধান।

১,সকালে ও রাতে দাঁত ব্রাশ করার সময় আলতো হাতে ঠোঁট ও ব্রাশ করে নিন তবে ব্রাশের ব্রিসল টা যেন সফট হয়।

২,ঠোঁটে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ,লিপবাম,পমেড,লিপজেল অথবা লিপ অয়েল লাগাবেন ।

৩, রাতে ঘুমোতে যাওয়ার আধঘন্টা আগে এক ফোঁটা গ্লিসারিন দিন চাইলে সাথে এক ফোঁটা গোলাপজল ও দিতে পারেন ।

৪,মেয়েরা ড্রাই লিপস্টিক না ব্যাবহার করে জেল বা অয়েলি লিপস্টিক ইউজ করুন তা নাহলে ড্রাই লিপস্টিকের উপর লিপ গ্লস দিন ।

৫,যাদের ঠোঁট অনেক শুষ্ক ও শক্ত হয়ে যায় শীতে, তারা রাতে ঘুমোতে যাওয়ার ৩০ মিনিট আগে সামান্য মাখন ও এক বিন্দু মধু দিয়ে ঠোঁট মালিশ করে সারারাত রেখে দিন।

শীতে প্রাণোবন্ত সতেজ হাসি, নরম কোমল স্নীগ্ধ ঠোঁট কে না চায় ?
এই সাধারন টিপস গুলো ফলো করুন দেখুন শীত আপনাকে নয় আপনি ই শীতকে পরাজিত করেছেন।
আপনার নরম কোমল প্রাণোবন্ত ঠোঁটের মুক্তঝরা হাসি দিয়ে জয় করুন শীত ও আপনার পুরো পৃথিবী কে ।

এ সম্পর্কিত আরো খবর

আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

২৬ ডিসেম্বর ২০২৪