এই শীতে আমাদের ত্বক হয়ে যায় খসখসে রুক্ষ ও শুস্ক নিষ্প্রাণ ঠিক যেন শুকনো পাতা বা বাকলের মত
এই ত্বক কে সুন্দর ও স্বাভাবিক রাখতে জানা চায় ঘরোয়া কিছু টিপস বা টোটকা যা খুবই সহজ ও উপকারী।
১, রাতে শোয়ার এক ঘণ্টা আগে এক টেবিল চামচ বিশুদ্ধ পানির সঙ্গে এক চা চামচ গ্লিসারিন তিন চার ফোঁটা গোলাপজল ও যদি থাকে তাহলে তিন চার ফোঁটা পাতি লেবুর রস দিয়ে মিশিয়ে হাত পা মুখ ঘাড় গলা অর্থাৎ পুরো শরীরে আলতো হাতে ম্যাসাজ করে সকালে ধুয়ে ফেলতে হবে। কারণ গ্লিসারিন সূর্যয়ের আলোতে ত্বক কালো করে ফেলে ।
২, নারকেল তেল কয়েক ফোঁটা ,অলিভ অয়েল কয়েক ফোঁটা আর বিশুদ্ধ পানি এক টেবিল চামচ ভালভাবে মিশিয়ে সারা শরীরে ম্যাসাজ করে পরে গোসলের সময় ধুয়ে ফেলতে হবে এটা রাতে ও দিনে সব সময় ব্যাবহার করা যাবে।
৩,সেই নানা নানী,দাদা দাদীদের আমলের সর্ষের তেল কয়েক ফোঁটা নিয়ে নাভিতে ম্যাসাজ করতে হবে ও সারা শরীরে ম্যাসাজ করে গোসলের সময় ধুয়ে ফেলতে হবে।
৪,বাদামতেল বা আমোন্ড অয়েল কয়েক ফোঁটা নিয়ে সারা শরীরে ম্যাসাজ করে সারাদিন রাখা যায়।
৫,অতিরিক্ত রুক্ষ ত্বক হলে মাখন ১/২ ইঞ্চি মত ও কয়েক ফোঁটা মধু সারা শরীরে ম্যাসাজ করে গোসলের সময় ধুয়ে ফেলতে হবে ।
প্রতি রবিবার থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত রূপচর্চা ও ত্বকের যত্নে নতুন নতুন ঘরোয়া টিপস, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ঘরোয়া টিপস গুলো মেনে চলুন এই শীত আপনাকে করবে আরও সুন্দর ও প্রাণোবন্ত ।