উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকাল ২টা ৫৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে বেগম জিয়াকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধু ডা. জোবাইদা রহমানসহ দলের নেতাকর্মীরা।
এ সময় হুইল চেয়ারে থাকা মাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন তারেক রহমান। মুহূর্তে মা-ছেলের আলিঙ্গনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের স্বাক্ষাৎ ও আলিঙ্গনের সেই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেকঘন পোস্ট দিয়েছেন আলোচিত ধর্মীয় আলোচক ড. মাওলানা মিজানুর রহমান আজহারী।
আজহারীর আবেগঘন পোস্ট “সাড়ে সাত বছর পর আলিঙ্গনে মা-বেটা “বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই দৃশ্যকে হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য বলে উল্লেখ করে আজহারী লিখেছেন, ‘পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবেই শীতল করে দিক।’
এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। দীর্ঘ আট ঘণ্টার ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করেন বেগম খালেদা জিয়া। অবশেষে বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি চেয়ারপারসন।