রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে প্রতারণার শিকার হয়ে আলোচনায় আসেন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা বৃদ্ধ রইস উদ্দিন। দীর্ঘদিন ধরে লালন-পালন করা গরুটি ৫ জুন হাটে নিয়ে বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু দুঃখজনকভাবে, সেই টাকাগুলো ছিল জাল নোট। ঘটনাটি বুঝতে পেরে হাটেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি দেশজুড়ে চরম আলোচনার জন্ম দেয়। হৃদয়বিদারক সেই দৃশ্য দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন, যার মধ্যে অন্যতম ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
অলাভজনক প্রতিষ্ঠান আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের মাধ্যমে রইস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিভিন্ন মানুষের সহায়তায় তার গরু বিক্রির পুরো টাকাটাই অনুদান হিসেবে দেওয়া হয়।
এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “ভিডিও দেখে মনটা কেঁদে উঠেছিল। উনি তো আমার বাবার বয়সী। তার কষ্ট দেখে আমি চুপ থাকতে পারিনি। জানতে পারলাম তিনি ওমরাহ পালন করতে চান, তাই আমি তার ওমরাহর যাবতীয় খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছি।”
অপু আরও জানান, “যদি চাচা এখনই ওমরাহে না যেতে চান, তাহলে আমি তাকে ৫০ হাজার টাকা দিব, যাতে তিনি নতুন গরু কিনতে পারেন বা অন্য কাজে ব্যবহার করতে পারেন।”
এমন মানবিক উদ্যোগের জন্য নায়িকা অপু বিশ্বাস প্রশংসিত হচ্ছেন সর্বমহলে। রইস উদ্দিনের চোখেমুখেও ফিরে এসেছে হাসি ও সম্মানের আলো। এই ঘটনা আবারও প্রমাণ করল, মানবিকতা এখনও বেঁচে আছে সমাজে।