বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার (২৯ মে) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “শৈশব থেকেই আমি শহিদ জিয়ার অনুরক্ত, বিএনপির একজন একনিষ্ঠ সমর্থক। দুঃখজনক হলেও সত্যি যে, বিএনপিকে ভালোবাসি সেই বিএনপি খুঁজে পাচ্ছি না।”
আসিফ আকবর আক্ষেপের সঙ্গে উল্লেখ করেন, জিয়া পরিবারের ওপর যে অত্যাচার চলেছে, তার সুফল পেয়েছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা এবং অত্যাচারীদের এজেন্টরা।
তিনি বলেন, “সারাদেশে গুম, খুন, মামলা, হামলা, জেল-জুলুমে নির্যাতিত হয়েছে লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী, আর তারাই আজ দলে অপাংক্তেয়।” তার ভাষায়, আজকের বিএনপি সেই বিএনপি নয়, যে বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদের ঝাণ্ডাধারী, যে বিএনপি ছিল জনতার।
শহিদ জিয়ার অবদানের কথা স্মরণ করে আসিফ বলেন, “শহিদ জিয়ার বিরামহীন ছুটে চলাই আধুনিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধূমকেতু।” তিনি আরও বলেন, শহিদ জিয়ার ১৯ দফা ছিল বাংলাদেশের অর্থনীতির ‘ম্যাগনা কার্টা’।
আসিফ আকবর স্পষ্টভাবে উল্লেখ করেন, দেশের নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পীদের বন্ধু সেই বিএনপি তিনি ফিরে পেতে চান। দেশের সাধারণ মানুষ এখন নতুন আলোর অপেক্ষায়। তিনি বলেন, “মাহেন্দ্রক্ষণ সমাগত, প্রতিফলন দেখতে চাই শহিদ জিয়ার উচ্চারিত সেই মহান বাণীর— ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়…”
এ বক্তব্যে আসিফ আকবর তার রাজনৈতিক অবস্থান ও আশা-নিরাশার কথা স্পষ্টভাবে ব্যক্ত করেছেন, যা দলটির নেতাকর্মীদের নতুন করে ভাবনার খোরাক জোগাবে।